Saturday, 16 July 2016

লেয়ার কোয়েল

লেয়ার কোয়েল
লেয়ার কোয়েলঃ ডিম উৎপাদনের জন্য লেয়ার কোয়েল পাখি পালন করা হয়।
লেয়ার কোয়েল সাধারণত লিটার এবং খাঁচা দুই পদ্ধতিতে পালন করা যায়। তবে লেয়ার কোয়েল খামার খাঁচা পদ্ধতিতে পালন করা ভাল ও লাভজনক।
জাপানী কোয়েল সাধারণত জন্মের ৪৫দিন হতে ৫০দিন বয়সের মধ্যে ডিম দেওয়া শুরু করে।  আর ববহোয়াইট কোয়েলী ৬০দিন হতে ৭০দিন বয়সে প্রথম ডিম দেয়।
সঠিক পরিচর্চা পেলে প্রতিটি জাপানী কোয়েলী বছরে গড়ে ২৫০-৩০০টি ডিম পাড়ে এবং তুলনামুলক কম ডিম পাড়ে ববহোয়াইট কোয়েলী ১৫০-২০০টি বছরে।
কোয়েল সাধারণত দিনের বেলা বা বিকেলে ডিম দিয়ে থাকে।
জাপানী কোয়েলী টানা ১৮ মাস ডিম দেয়। তবে লেয়ার খামারিরা ১ বছরের বেশি কোয়েলী পালন করে না।  লেয়ার খামার করার জন্য জাপানি কোয়েলই ভাল।
প্রতিটি ডিম পাড়া কোয়েলী দিনে ২৫ গ্রাম করে খাবার খায়।
খাজা কোয়েল এন্ড পোল্ট্রি হ্যাচারী



 

1 comment:

  1. Assalamualaikum vai amar 60 -70 din er koyel paki lagba japani. Jora kotho hobe janaban address ctg baluchora.

    ReplyDelete